ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খুটাখালী মেদাখালের চর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সেলিম উদ্দীন,ঈদগাঁও কক্সবাজার:

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেদাখালের চর থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

রবিবার (৫ মে) দুপুরে ইউনিয়নের বহলতলী লালগোলা ব্রীজের উত্তর পাশে মেদাখালের চর থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা জানায়, উপজেলার খুটাখালী ইউনিয়নের চিংড়ি জোন খ্যাত বহলতলীর লাল গোলা ব্রীজের উত্তর পাশে মেদাখালের চরে সকালে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহের মুখে রক্তাক্ত ক্ষতচিহ্নসহ কোমরে তাবিজ বাঁধা ছিল। মরদেহটির পড়নে ছিল চেক হাফহাতা শার্ট।

পরে জাতীয় জরুরী সেবা থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে আসেন চকরিয়া থানার এসআই ইমরুল হক। তিনি ঘটনাস্থল নদী তীরবর্তী হওয়ায় নৌ পুলিশ ফাঁড়িকে খবর দেন। খবর পেয়ে বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির এসআই মোশাররফ হোসেন মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ সদর হাসপাতালের মর্গে প্রেরন করে।

 

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন খুটাখালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল আউয়াল। তিনি বলেন, লাশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়ার পরও সকাল থেকে বিকেলে পর্যন্ত পরিচয় মিলেনি। বর্তমানে লাশ মর্গে রয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, মরদেহটি উদ্ধার করেছে নৌ পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।