ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

কুতুবদিয়া হাসপাতালে শেখ রাসেল অডিটরিয়াম উদ্বোধন

স্টাফ রি‌পোর্টার, কুতুবদিয়া

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেখ রাসেল অডিটরিয়াম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকাল ৩টায় হাসপাতা‌লের চতুর্থ তলায় কুতুবদ‌য়িা-ম‌হেশখালী আস‌নের সংসদ সদস্য আলহাজ আশেক উল্লাহ রফিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটি উদ্বোধন করেন।

 

‘একই সাথে হাসপাতালে বঙ্গবন্ধু কর্ণার ও নতুন জরুরী বিভাগও উদ্বোধন করেন প্রধান অতিথি।এসময় উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: গোলাম মোস্তফা নাদিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক হাজী মো: তাহের সহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কনসালটেন্ট,মেডিকেল অফিসার,কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

পরে হাসপাতালের বিভিন্ন উন্নীত কার্যক্রম তুলে ধরেন স্বাস্থ্য কর্মকর্তা।