ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফেনীর তিনটি আসনে ৪২৫ ভোটকেন্দ্র, বাড়লো ৬৭টি

মোঃ আঃ রহিম জয় চৌধুরী,ফেনী

ফেনীর ৩টি সংসদীয় আসনে খসড়া ভোট কেন্দ্রের ওপর দাবি বা আপত্তি গ্রহণের শেষ তারিখ ৩১ আগস্ট, প্রাপ্ত দাবি বা আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ ১১ সেপ্টেম্বর এবং আগামী ১৭ সেপ্টেম্বর ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হবে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফেনীর তিনটি আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে জেলা ভোটকেন্দ্র স্থাপন কমিটি। প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী সংসদ নির্বাচনে ফেনীর ৩টি আসনে ৪২৫টি ভোটকেন্দ্র নির্দিষ্ট করা হয়েছে। যা আগের ভোট কেন্দ্রের চেয়ে সংখ্যায় ৬৭টি বেশি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফেনী-১ আসনে ছাগলনাইয়া- ফুলগাজী-পরশুরাম ১২৮টি কেন্দ্রের তালিকা করা হয়েছে। যা গত জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যার চেয়ে ২২টি বেশি।

 

একই ভাবে ছাগলনাইয়া উপজেলায় নতুন ৮টি কেন্দ্র বেড়ে সংখ্যা হয়েছে ৫৫টি।এছাড়া এ উপজেলায় দুটি ভোটকেন্দ্র স্থানান্তর করা হয়েছে। পরশুরামে চারটি ভোটকেন্দ্র বেড়ে মোট কেন্দ্র হয়েছে ৩৩টি। নতুন চার কেন্দ্র হচ্ছে- কবি শামসুন নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গুথুমা খান বাহাদুর আবদুল আজিজ আদর্শ উচ্চ বিদ্যালয়, মধ্যম মণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধনীকুণ্ডা হোসনে আরা উচ্চ বিদ্যালয়। ফুলগাজীতে ১০টি ভোটকেন্দ্র বাড়ানো হয়েছে। এ নিয়ে এ উপজেলায় মোট ভোটকেন্দ্র হচ্ছে ৪০টি। নতুন কেন্দ্রগুলোর মধ্যে মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বকশি শাহ ইসলামি দাখিল মাদ্রাসা, ফুলগাজী সরকারি কলেজ, মুন্সিরহাট আলী আজম হাইস্কুল অ্যান্ড কলেজ, দক্ষিণ আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বন্দুয়া দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর তারাকুচা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জিএমহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়।

 

খসড়া তালিকা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে নতুন ২০টি ভোটকেন্দ্র বেড়ে মোট ১৪৬টি ভোটকেন্দ্রের তালিকা করা হয়েছে। ভোট কেন্দ্রগুলোর মধ্যে ফেনী পৌর এলাকায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৩৪টি এবং সদরের ১২ ইউনিয়নে ১১২টি ভোটকেন্দ্রের তালিকা করা হয়েছে। এছাড়া এ আসনে ১১টি ভোটকেন্দ্র স্থানান্তর করা হয়েছে। নতুন কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে ফেনী বালিকা বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ (বিজ্ঞান ভবন), সুলতানপুর আমিন উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় (দক্ষিণ ভবন), মধ্যম চাড়িপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (পূর্ব ভবন), ফেনী সেন্ট্রাল হাই স্কুল, ফতেহপুর উচ্চ বিদ্যালয় (ফ্যাসিলিটিজ ভবন), ছোট ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধর্মপুর ইসলামিয়া মাদ্রাসা, আইডিয়াল স্কুল, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, কালিদহ এসসি উচ্চ বিদ্যালয়, তুলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লেমুয়া উচ্চ বিদ্যালয়, শেখ মুজিবুল হক উচ্চ বিদ্যালয়, মোটবী উচ্চ বিদ্যালয়, ইজ্জতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, বেগম শামসুন্নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ফাজিলপুর ডাব্লিউ বি কাদেরী উচ্চ বিদ্যালয় (পূর্ব ভবন), কবির আহাম্মদ মেমোরিয়াল অ্যাকাডেমি, মাহবুবুল হক উচ্চ বিদ্যালয়, নৈরাজপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ‘দক্ষিণ পাশের ভবন’।

 

অন্যদিকে ফেনী-৩ দাগনভূঞা- সোনাগাজী আসনে মোট ১৫২টি কেন্দ্রের মধ্যে ২৫টি নতুন ভোটকেন্দ্র রয়েছে। এরমধ্যে দাগনভূঞায় মোট ১৩টি ভোটকেন্দ্র বেড়ে মোট কেন্দ্র হচ্ছে ৭৭টি। নতুন ভোটকেন্দ্রগুলো হচ্ছে- ওয়াজেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হাজী সফি উল্যাহ উচ্চ বিদ্যালয়, উত্তর কৌশল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সত্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুন্দারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিলপুর দারুচুন্না নেছারিয়া দ্বীনিয়া মাদ্রাসা, রাজাপুর সিনিয়র মাদ্রাসা, রাজাপুর উচ্চ বিদ্যালয় (দ্বিতীয় তলা), দুধমুখা উচ্চ বিদ্যালয় (পূর্ব ভবন), ইয়াকুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইয়াকুবপুর এতিমখানা সিনিয়র মাদ্রাসা, উত্তর আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন উত্তর আলীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ, ছিদ্দিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মুকবুল আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

 

এ উপজেলায় ছিদ্দিক নুরের নেছা হাইস্কুল কেন্দ্র স্থানান্তর করে সেটি রহিমা আহম্মেদ ইবতেদায়ী হাফেজীয়া মাদ্রাসা ও এতিমখানায় স্থানান্তর করা হয়েছে। সোনাগাজীতে নতুন ১২টি কেন্দ্রসহ মোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে ৭৪টি। নতুন ভোটকেন্দ্রগুলো হচ্ছে, আউরারখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় (২য় তলা ও ৩য় তলা, পুরাতন ভবন), আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আনন্দিপুর পালগিরি ইবনে আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয় (সমবায় বাজার সংলগ্ন) স্বরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওলামা বাজার হাজী সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয় (২য় তলা ও একতলা, পুরাতন), পূর্ব সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজী আবদুস সালাম মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আহম্মদপুর নুর নবী উচ্চ বিদ্যালয় (৩য় তলা নতুন ভবন), হাজী রহিম উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও এনায়েত উল্যাহ মহিলা কলেজ (প্রশাসনিক ভবন, নিচতলা ও নতুন ভবন)।

 

জেলা ভোটকেন্দ্র স্থাপন কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক শাহীনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, খসড়া ভোটকেন্দ্রের তালিকার ওপর যদি কারও কোনো দাবি বা আপত্তি অথবা সুপারিশ থাকে তবে তা নির্দিষ্ট তারিখের মধ্যে জেলা নির্বাচন কার্যালয়, উপজেলা নির্বাচন কার্যালয়ে লিখিতভাবে দাখিল করতে হবে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪