ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গল সমাজসেবা অধিদপ্তরের সাড়ে ১৪ লক্ষ টাকার চেক বিতরণ

সালেহ আহমদ (স’লিপক), সিলেট

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর উদ্যোগে বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের এককালীন ১৪ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৪ আগষ্ট) সকালে শহরের মিশন রোডস্থ উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপির বাসভবন প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত চেক বিতরণে এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ সভাপতি অর্ধেন্দ কুমার দেব বেভুল, সাধারণ সম্পাদক জগৎয্যোতি দেব শুভ্র, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীলিপ কুমার বর্ধন, উপজেলা কৃষকলীগের আহবায়ক আবু তালেব বাদশা, আওয়ামীলীগ নেতা মামুন আহমেদ, যুবলীগ নেতা সাবের আহমেদ সহ উপকারভোগীগণ।

 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরী জানান, প্রতিজনকে ৫০ হাজার টাকা করে মোট ২৯জনের মাঝে ১৪ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪