ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারে ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়ারছড়া শিল্প এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ২৫ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

 

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ আগস্ট) বিকাল ৫ টায় র‌্যাব-১৫ অভিযান পরিচালনাকালে মাদক কারবারি সরোয়ার হোসেন গ্রেফতার করা হয়।

গ্রেফতার সরোয়ার হোসেন (৫৫) পৌরসভার উত্তর নুনিয়ারছড়া শিল্প এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে। এসময় আরো তিন মাদক কারবারি পালিয়ে যায়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪