ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

টেকনাফের শীলবুনিয়াপাড়া থেকে ৪০ হাজার ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:

টেকনাফ থানাধীন শীলবুনিয়া পাড়া এলাকার টেকনাফ বাজার টু সাবরাং বাজারগামী পাকা রাস্তায় ২৯ জুলাই বিকেলে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর চেষ্টাকালে চারজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ এবং সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে তাদের হেফাজত হতে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৪টি স্মার্ট ফোন, ৪টি বাটন ফোন এবং ১৩টি সীম কার্ড উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের উত্তর নাজিরপাড়ার শামসুল আলমের পুত্র সৈয়দ আলম (৩৩), শীলবুনিয়াপাড়ার মৃত নজির আহমদের পুত্র সৈয়দ আহম্মদ (৩৪), নাজিরপাড়ার নুর ইসলামের পুত্র নূরে আলম (৩২), ও মুহাম্মদ ইসহাকের পুত্র মোঃ ইসমাইল (২২)।

র‌্যাব জানায়, আভিযানিক দল বর্ণিত স্থানে পৌঁছানোর পূর্বেই একজন মাদক ব্যবসায়ী দ্রুত পালিয়ে যায় বলে আটক ব্যক্তিদের নিকট থেকে জানা যায়।

আটককৃত মাদক কারবারীরা জানায়, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্র এবং পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন পন্থা অবলম্বন করে ইয়াবা ও অন্যান্য মাদকের চালান অবৈধভাবে সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ ও মজুদ করতো। পরবর্তীতে তারা অত্যন্ত কৌশলে ওই মাদক নিজেদের হেফাজতে রেখে টেকনাফ ও কক্সবাজারের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে থাকে। এছাড়াও উদ্ধারকৃত মোবাইল ও সিম ব্যবহার করে মাদক ক্রয়-বিক্রয়সহ তারা বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড করে আসছে বলে জানা যায়।

 

উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ আটক ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪