রাঙ্গামাটি প্রতিনিধি :
পাহাড়ি জেলা রাঙামাটিতে ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৯ জুন জেলা শহরের চারটি ঈদগাহে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়।
শহরের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান কোর্টবিল্ডিং মাঠে পবিত্র ঈদুল আযহার দু’টি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাত সকাল সোয়া ৭ টায় অনুষ্ঠিত হয়। এই জামাতের ইমামতি করেন, কালেক্টর জামে মসজিদের খতিব মাও. আবুল হাশেম।
দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল সোয়া ৮ টায়। এতে ইমামতি করেন, পাবলিক হেলথ জামে মসজিদের খতিব মাও. মামুনুর রশীদ।
এছাড়াও ভেদভদী টেনিস কোর্ট মাঠে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল সাতটায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। রাঙামাটি সরকারি কলেজ মাঠে পবিত্র ঈদুল আযহার প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭ টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় এবং তবলছড়ি ঈদগাহে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়।
এছাড়াও স্থানীয় স্ব- স্ব মসজিদগুলোতে যথাসময়ে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়।