ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজনগরে মতলিব মেহেরজান পারিবারিক ফাউন্ডেশন এর ইফতার ও সাহরী সামগ্রী বিতরণ

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মতলিব মেহেরজান পারিবারিক ফাউন্ডেশন এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও গরীবদের মধ্যে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

রবিবার (১৭ মার্চ) দুপুরে রাজনগর উপজেলার ৬নং টেংরা ইউপির পন্ডিতনগর (লন্ডনীবাড়ী) মুতলিব মেহেরজান পারিবারিক ফাউন্ডেশন এর ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান খান।

 

পন্ডিতনগর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শেখ নজরুল ইসলাম এর সভাপতিত্বে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ৬নং টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান।

 

এসময় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর নেতা মাওলানা আলাউর রহমান, সাইফুল ইসলাম সুহান, হাফিজ আব্দুল ওয়াহিদ, পঞ্চায়েতের সভাপতি মশই মিয়া, সম্পাদক ছমছ মিয়া ছাড়াও কাছাড়ী মৌজার ১০টি মসজিদের ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন।