ই-পেপার | বুধবার , ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুতুবদিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক :

কুতুবদিয়ায় উপজেলায়  মোটরসাইকেলের ধাক্কায় রহিম উল্লাহ নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। ২৮ জুন বুধবার ফজরের নামায পড়ে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে প্রকাশ বুধবার ২৮ জুন উত্তর ধুরুং আজিম উদ্দিন সিকদার পাড়ার রহিম উল্লাহ (৬৫) ফযরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে টেংরার পুল এলাকায় মোটরসাইকেলে ধাক্কা দিয়ে তিনি মাটিয়ে লুটিয়ে পড়েন।

 

এসময় পথচারীরা তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে ভর্তি করে প্রথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যায়। পরে অবস্থার অবগতি হলে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়ার পথে দুপুরে তাঁর মৃত্যু ঘটে। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মু. ফারুক নিশ্চিত করেন।

 

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট