সেলিম উদ্দীন, ঈদগাঁও -কক্সবাজার
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় এসএসসির দুইটি কেন্দ্রে ৩৩ জন এ প্লাস পেয়েছে। রোববার প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
ফলাফল পর্যালোচনায় জানা যায়, উপজেলার আটটি বিদ্যালয়ের মধ্যে পাশের হারে এগিয়ে রয়েছে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের পাশের হার ৯০.৭৫%। বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়েছে ৯ জন। এ প্রতিষ্ঠান থেকে ১৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৫৭ জন।
তবে, এ প্লাস প্রাপ্তির দিক দিয়ে এগিয়ে রয়েছে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন (কেজি স্কুল)। এ বিদ্যালয় থেকে জিপিএ ফাইভ লাভ করেছে ১৩ জন। পাশের হার ৮২.২৩%। এ প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল ৩৪৯ জন। পাস করেছে ২৮৭ জন।
অপরদিকে ৫ জন এ প্লাস পেয়েছে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। এ বিদ্যালয়ের পাশের হার ৮৯.৩৬%।
নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়েছে ৪ জন। এ বিদ্যালয়ের পাশের হার ৭৫.২৫%। মোট ১০১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৭৬ জন।
ভারুয়াখালী উচ্চ বিদ্যালয় থেকে এ প্লাস পেয়েছে ২ জন। এ প্রতিষ্ঠানের পাশের হার ৬২.৭০%। পাশের হারে পিছিয়ে রয়েছে চৌফলদন্ডী উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠানের পাশের হার ৪৮.৪১%।
পোকখালি আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশের হার ৭৮.৫৭%। গোমাতলী উচ্চ বিদ্যালয়ের পাশের হার ৬৯.০৫%। আর নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের পাশের হার ৬৪.১৮%।