ক্রীড়া প্রতিবেদক,চট্টগ্রাম:
চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির আয়োজনে ২৩টি ক্লাবের অংশগ্রহনে ৫দিন ব্যাপি অনষ্ঠিত সিসিপিএ লীগে ৭ খেলায় ১৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ হালিশহর চেস্ ক্লাবলাল ।
সমান খেলায়১১ পয়েন্ট নিয়ে ডলফিন ক্লাব ১ম রানার আপ এবং ১০পয়েন্ট পেয়ে টাইব্রেকিংয়ে নাইটস চেস্ একাডেমি ২য় রানার আপ হন।বোর্ড প্রাইজের মধ্যে ১নং বোর্ডে এন এফ থ্রি চেস্ একাডেমির আব্দুল মালেক, ২নং বোর্ডে দক্ষিণ হালিশহর চেস্ ক্লাব্ এর সোহেল চৌধুরী, ৩নং বোর্ডে দক্ষিণ হালিশহর চেস্ ক্লাব্ এর ইফতেখার আলম, ৪নং বোর্ডে দক্ষিণ হালিশহর চেস্ ক্লাব্ এর তানভীর আলম, ৫নং বোর্ডে উত্তরন যুব গোষ্ঠীর মো: সাইফুল ইসলাম, ৬নং বোর্ডে চট্টগ্রাম ক্লাব লি. ফারহান চেীধুরী পুরস্কার লাভ করেন।
৪ মে ২০২৪ (শনিবার) চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কনভেনশন হলে অনুষ্টিত পুরস্কার বিতরণ অনুষ্ঠান দাবা খেলোয়াড় সমিতির সভাপতি শহীদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এত উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন খেলোয়াড় সমিতির উপদেষ্ঠা রাকিব-উল-ইসলাম সাচ্চু, আলী কায়সার, মহসিন জামাল পাপ্পু, সহ-সভাপতি সৈয়দ আব্দুল আহাদ, অ্যাড. সত্যঞ্জয় বড়ুয়া টিটু, মুজিবুর রহমান, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মির্জা আরিফুর রহমান, কে-চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক মো: নুরুল আমিন, অর্থ সম্পাদক আসিফ মাহুমুদ, রুহুল আমিন প্রমুখ।
ফিদে কতৃক অনুমোদিত আন্তর্জাতিক রেটিং টুর্নামেন্টে ২৩টি দলের হয়ে মোট ১৩৫জন খেলোয়াড় অংশগ্রহন করে এতে চীফ আরবিটার হিসেবে রাকি-উল-ইসলাম সাচ্চু, ডেপুটি চীফ আরবিটার হিসেবে মোঃ নুরুল আমিন ও মহিসিন জামাল পাপ্পু দায়িত্ব পালন করেন।