ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গর্জনিয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও ইফতার সামগ্রী বিতরণ,

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি,

পবিত্র মাহে রমজান উপলক্ষে কচ্ছপিয়া-গর্জনিয়া অটোরিকশা,টেক্সি,সিএনজি টেম্পো, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার পার্টি ও গরীব শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার (৩ এপ্রিল) বিকেলে শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন গর্জনিয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী বাবুল, প্রধান আলোচক ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা দুদক ও প্রেসক্লাবে প্রতিষ্ঠাতা সভাপতি এবং সমিতির উপদেষ্টা সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ, বিশেষ অতিথি ছিলেন,গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি সাইফুল আলম,কক্সবাজার জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি জালাল উদ্দীন,সাধারণ সম্পাদক নুরুল হক, শ্রমিক নেতা শফিউল আলম, লাইন পরিচালক নুরুল আবছার বাবুল,আব্দুল জলিল,ও ওবাইদুর রহমান গণি। এছাড়াও সমিতির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

ইফতার শেষে গরীব অসহায় শ্রমিক পরিবারের মাঝে ইফতার বিতরণ ও সকল সদস্যদের পরিচয় পত্র বিতরণ করেন অতিথিরা।