ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফুলপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস

মাসুদ রানা,ফুলপুর প্রতিনিধি:

 

শেখ হাসিনার বারতা- নারী -পুরুষ সমতা শ্লোগানে প্রতিপাদ্য ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে আন্তর্জাতিক ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস এর শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠান হয়েছে উপজেলা পরিষদ মিলনায়তনে। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবিএম আরিফুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার ফুলপুর।

বক্তব্য রাখেন ফুলপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) বন্দে আলী,উপজেলা সমাজসেবা বিষয়ক কর্মকর্তা শিহাব উদ্দিন খান ,পৌরসভার কাউন্সিলর লিজা আক্তার, মহিলা পরিষদের সহ-সভাপতি মালেকা বেগম, সাধারণ সম্পাদক রোকসানা ইয়াসমিন রিটা, ফুলপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা শিখা রানী, ফুলপুর উপজেলা বীজ কর্মকর্তা জান্নাত আরা সুলতানা, মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, মুক্তিযোদ্ধা বিজয় দাস, ফুলপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন,ফুলপুর আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌসুমী আক্তারফুলপুর উপজেলা এনজিও প্রতিনিধি গন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম কামু ।

অনুষ্ঠানে বক্তারা বলেন নারীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ, নারীরা সমাজ বিনির্মাণে সমান অংশীদার,নারীদের সাবলম্বী হতে অনুপ্রেরণা দিতে প্রতিবছর ৮ মার্চ পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস।