ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উখিয়ায় খালে ভেসে এলো হেলমেট পরা মরদেহ

নিজস্ব প্রতিবেদক:

 

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলার কাস্টমস এলাকায় খাল দিয়ে একটি অজ্ঞাত মরদেহ ভেসে এসেছে। মরদেহের মুখে কালি, মাথায় জলপাই রংয়ের হেলমেট রয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। তাদের ধারণা, মরদেহটি মিয়ানমারের ঢেঁকিবুনিয়া থেকে ভেসে এসেছে। এটি মিয়ানমারের বিদ্রোহী কোনো গোষ্ঠীর সদস্যের হতে পারে।

প্রত্যক্ষদর্শী কামরুল হাসান জানান, মরদেহের মুখে কালি রয়েছে। মাথায় হেলমেট ও গায়ে খাকি পোশাক দেখে মনে হচ্ছে, এটি মিয়ানমারের বিদ্রোহী কোনো গোষ্ঠীর সদস্যের মরদেহ।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হোসেন বলেন, খালের ঝিরি দিয়ে মরদেহ ভেসে আসার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মিয়ানমারের অভ্যন্তরে গত কয়েকদিন ধরে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সংঘর্ষ চলছে। দুই পক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলি ও মর্টার শেল নিক্ষেপের ঘটনা ঘটছে।

মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে বাংলাদেশে দুজন নিহত হওয়ার ঘটনাও ঘটেছে।