কোহিনূর হেলাল, কক্সবাজার :
কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় পবিত্র কোরআনের তেলোওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল ইকবাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার নাছির উদ্দিন ও কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন।
এদিন সকাল থেকে শিক্ষার্থীদের বিভিন্ন রকম ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। এর মধ্যে একশ মিটার স্প্রিন্ট, দুইশ মিটার স্প্রিন্ট, ভারসাম্য দৌঁড়, মোরগ লড়াই, গোলক ও চাকতি নিক্ষেপ উল্ল্যেখযোগ্য। এছাড়াও অভিভাবকদের জন্য বালতিতে বল নিক্ষেপসহ শিক্ষার্থীরা নাচ, গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে রাঙিয়ে তুলে সমগ্র অনুষ্ঠান। এছাড়াও ছিলো বিতর্ক প্রতিযোগিতার আয়োজন।
প্রতিযোগিতা শেষে শুরু হয় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। এসময় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন জেলা প্রশাসক ও আগত অতিথিরা।
প্রধান অতিথি মুহাম্মদ শাহীন ইমরান সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, ‘শিক্ষার্থীদের শারীরিক-মানসিক ও সার্বিক বিকাশ সাধনে ক্রীড়া ও সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নাই’।