ই-পেপার | বৃহস্পতিবার , ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলায় অন্তর্বর্তীকালীন রায় দিতে চলেছে আইসিজে

আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘের শীর্ষ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) বা আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যা মামলায় অন্তর্বর্তীকালীন রায় দিতে চলেছে।

ইসরায়েলকে গাজায় তাদের অভিযান বন্ধ করার নির্দেশ দিয়ে জরুরি ব্যবস্থা জারি করা হবে কি না, আন্তর্জাতিক বিচার আদালত সেই সিদ্ধান্ত নেবে।

 

ইসরায়েলের বিরুদ্ধে রায় আদালত কর্তৃক প্রয়োগযোগ্য নয় এবং ইসরায়েল প্রায় নিশ্চিতভাবেই এটি উপেক্ষা করবে। তবে এটি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হবে।

 

দক্ষিণ আফ্রিকার আনা গণহত্যার অভিযোগ ইসরায়েল দৃঢ়ভাবে অস্বীকার করেছে এবং বলছে, এটি ভিত্তিহীন।

 

এদিকে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে যে, সিআইএ প্রধান গাজায় একটি নতুন সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে সামনে ইসরায়েল, কাতার ও মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন।

 

৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। বিপরীতে ইসরায়েল হামাস শাসিত গাজায় অভিযান শুরু করে। এ পর্যন্ত গাজায় ২৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।