চট্টগ্রাম ব্যুরো:
ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে ওসমান আলমদার নামে একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে পটিয়ার ছনহরা ইউনিয়নের নোমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে ছনহরায় নৌকার অফিস পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে৷
তবে এ বিষয়ে জানতে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীনকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলামও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এসময় ওসিও ওসমান আলমদার ও তার সহযোগীর হাতে লাঞ্ছিত হন। তারা জানান, কেন্দ্র অবৈধভাবে দখলের চেষ্টা করে ওসমান আলমদারের নেতৃত্বে বেশ কয়েকজন। স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।
এদিকে পৌরসভা আওয়ামী লীগের নেতা ও সামশুলের অনুসারী সরওয়ার হায়দার ও জঙ্গলখাইন ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজও আটক হয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এর আগে সকালে পটিয়া পৌরসভার আবদুছ ছোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র পরিদর্শনে এলে নৌকার সমর্থকদের তোপের মুখে পড়েন হুইপ সামশুল হক চৌধুরী। ভোটাররা তার সামনে ‘নৌকা- নৌকা’ স্লোগান দেন এবং পিছু নেন। এসময় তিনি হেঁটে গাড়ি নিয়ে স্থান ত্যাগ করেন।