ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

টেকনাফে ইয়াবাসহ মাদককারবারী আটক

নুর মোহাম্মদ, কক্সবাজার:

গোপন সংবাদে অভিযান চালিয়ে মোঃ মুহিন নামের একজন মাদককারবারী আটক করেছে র‌্যাব-১৫’র সদস্যরা। এ অভিযানে পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এডিশনাল এসপি আবু সালাম চৌধুরী। তিনি জানান, ২৯ নভেম্বর কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী বাংলাবাজার আইডিয়াল ইন্সটিটিউট স্কুল এন্ড কলেজের সামনে মহাসড়কে একজন ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন খবরে অভিযানে যায় র‌্যাব। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে মুহিন নামে এক মাদক কারবারীকে আটক করে।

 

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আটককৃত মাদক কারবারীর দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি টেকনাফ উপজেলার পালংখালী ইউনিয়ন’র ১নং ওয়ার্ডের বালুখালী পুর্ব পাড়া এলাকার জাফর আলম ও ছেনআরা বেগম’র পুত্র মোঃ মুহিন (২৩)।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, উখিয়া ও টেকনাফ সীমান্ত থেকে অবৈধ পথে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করার কথা স্বীকার করে। সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।’