আবদুল হাকিম রানা, পটিয়া :
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে চট্রগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে পটিয়া পৌর সদরের মোহছেনা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ভিত্তিক চক্ষু পরীক্ষা করা হয়েছে।
শিক্ষার্থীদের চক্ষু পরীক্ষা কর্মসূচি উদ্বোধন করেন, পটিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব আইয়ুব বাবুল। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাদ সুলতানার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, অধ্যাপক ডা. মনিরুজ্জামান ওসমানী, কনসালটেন্ট ডা. মেরাজুল ইসলাম ভুইয়া,ডা. মো: শামসুদ্দোহা,ডা. সাবরিনা শারমিন,ডা. জোবাইদা নুর,ডা. বিশ্বজিৎ বিশ্বাস শিক্ষিকা হাফসা খাতুন,আবদুর শুক্কুর,মাহাবুবা রহমান,কামরুন নাহার চৌধুরী, মাহামুদুল হক,ফারজানা চৌধুরী, শেফালী বেবী,সারওয়ার জাহান,লুৎফর নাহার,রিমু আকতার, নিগার সুলতানা, সাদিয়া হোসেন, পল্লফ দাশ প্রমুখ ।
এই চক্ষু পরীক্ষা কর্মসূচিতে মেয়র আইয়ুব বাবুল বলেন ,নানা অপুষ্টি জনিত কারণে আমাদের শিশুরা দৃষ্টি শক্তি হারিয়ে ফেলছে। সচেতনতার মাধ্যমে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরাতে এ চক্ষু পরীক্ষা ক্যাম্প গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি পর্যায়ক্রমে সব শিক্ষা প্রতিষ্টানে এ কর্মকাণ্ড ছড়িয়ে দেওয়ার আহবান জানান।