ই-পেপার | শনিবার , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঁশখালীর বাহারছড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল’র ইন্তেকাল

বাঁশখালী উপজেলা প্রতিনিধি :

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরীস্থ বেসরকারি একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তাজুল ইসলামের বাড়ি উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম চাঁপাছড়ি এলাকার ৮নম্বর ওয়ার্ডে।

 

তিনি বাহারছড়া ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান ও পশ্চিম বাঁশখালী স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। রাজনৈতিক অঙ্গনে তিনি বাঁশখালীর একজন পরিচিত মুখ। ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতেও গড়ে তুলেন বর্ণাঢ্য ক্যারিয়ার। বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর ব্যক্তিগত সহকারী ছিলেন তিনি।

 

মৃত্যুকালে পরিবারে স্ত্রী, এক ছেলে ও দুই কন্যা রেখে গেছেন। সোমবার পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ের মাঠে বিকেল ৫টায় নামাজে জানাজার পর পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

 

এ দিকে তার মৃত্যুতে বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালীব সাদলী, ভাইস-চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, বাঁশখালী পৌর মেয়র এড. তোফাইল বিন হোসাইন, বাঁশখালী প্রেসক্লাব ও বাঁশখালীতে কর্মরত সাংবাদিক বৃন্দ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্নস্তরের রাজনৈতিক ও সমাজিক ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪