ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ডেঙ্গুজ্বর বিষয়ক স্বাস্থ্য বার্তা : কোন রোগকেই অবহেলা নয়

বিশেষ প্রতিবেদন:

এসময়ে আপনার জ্বর হলেই আপনাকে প্রথমে নিশ্চিত হতে হবে আপনার ডেঙ্গু জ্বর হয়েছে কিনা সেক্ষেত্রে আপনি কি করবেন ? আপনি চাইলে একজন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন অথবা আপনি ডেঙ্গুর যে বেসিক টেস্টগুলো আছে সেগুলো করিয়ে তারপরও চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। মোদ্দাকথা এসময়ে কোনো জ্বরকেই অবহেলা করা যাবেনা।

আপনি যদি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে থাকেন তবে ভয় পাওয়ার কিছু নেই কেননা বাসায় থেকেও আপনি ডেঙ্গু মোকাবেলা করতে পারেন। সেক্ষেত্রে আপনি যেসব বিষয় খেয়াল রাখবেন –
-পূর্ণ বিশ্রামে থাকতে হবে
-প্রচুর পরিমানে পানি এবং তরল পানীয় গ্রহণ করতে হবে
-ফলমূল বেশি বেশি খেতে হবে
-জ্বর থাকলে প্যারাসিটামল খেতে পারেন
-অন্য যেকোনো ওষুধ সেবনের ক্ষেত্রে ডাক্তারের সাথে পরামর্শ করে নিবেন।
কি কি উপসর্গ দেখলে আপনাকে অবশ্যই হাসপাতালে ভর্তির জন্য প্রস্তুতি নিতে হবে-
– তরল খাবার বা বাড়ির তৈরী খাবার গ্রহণ করতে না পারলে
– স্বাভাবিকের চেয়ে প্রস্রাবের পরিমান কমে গেলে
-তীব্র পেটে ব্যথা
-অত্যাধিক পানি পিপাসা থাকলে
-অতিরিক্ত বমি
-রক্তবমি
-কালো পায়খানা

ডেঙ্গু বিষয়ক যেকোনো সমস্যায় আপনি সহজেই সমাধান নিতে পারবেন মনোয়ারা হাসপাতালে। ডেঙ্গুর বেসিক টেস্টগুলো (CBC, Dengue NS1, Antibody lgG & lgM) আপনি সরকার নির্ধারিত মূল্যে করতে পারবেন এবং এখানে Emergency, 24 hour nursing care, ICU এবং NICU সুবিধাও রয়েছে তাই যেকোনো জরুরি মুহূর্তে মনোয়ারা হাসপাতাল হতে পারে আপনার জন্য একটি ভরসার স্থল।

তথ্য সূত্রঃ সংগৃহীত

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪