ই-পেপার | মঙ্গলবার , ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজারে বিভিন্ন আয়োজনে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত

রাসেল তালুকদার, কক্সবাজার :

কক্সবাজার সংলগ্ন নদী ও খাল বিষমুক্ত এবং দূষণমুক্ত করার দাবিতে বাঁকখালী নদীর পাড়ে মানববন্ধন ও প্রতীকী নদী পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে।

১৪ মার্চ, বৃহস্পতিবার কক্সবাজার শহরতলির বাংলাবাজার এলাকায় বাঁকখালী নদীর তীরে ওই কর্মসূচি পালিত হয়েছে।

 

নদীকৃত্য দিবস-২০২৪ এর আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা-ধরা, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও গ্রিন কক্সবাজার।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধরা-র কক্সবাজার জেলা আহবায়ক ও কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ইন্জিনিয়ার কানন পাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আজাদ, বীর মুক্তিযোদ্ধা ডিএম রুস্তম, বীর মুক্তিযোদ্ধা সমীর পাল, ধরা-র কক্সবাজার জেলা শাখার সদস্যসচিব ও কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক এইচএম ফরিদুল আলম শাহীন ও তৌহিদ বেলাল।

 

এছাড়াও উপস্থিত ছিলেন শামশুল আলম শ্রাবণ, যুগ্ম সদস্য সচিব ধরা কক্সবাজার জেলা, জামাল উদ্দীন যুগ্ম সদস্য সচিব, ধরা কক্সবাজার জেলা, রতন দাশ, পরিবেশ কর্মী, আমিন উল্লাহ, পরিবেশ কর্মী, ফয়সাল সাকিব, পরিবেশ কর্মী, এ কে এম রিদুয়ানুল করিম, পরিবেশ কর্মী, কামরুল হুদা সোহেল, পরিবেশ কর্মী, মোঃ শাহেদুল ইসলাম, পরিবেশ কর্মী, আয়াছুর রহমান বাদশা, পরিবেশ কর্মী, আব্দুল্লাহ আল মামুন, পরিবেশ কর্মী, দিদারুল আলম চৌধুরী, পরিবেশ কর্মী, মোহাম্মদ হাসান, আহবায়ক “ধরা” কক্সবাজার সদর উপজেলা, নজরুল ইসলাম, পরিবেশ কর্মী, উম্মে আলেয়া সুলতানা( মুক্তা), হারুনুর রশিদ, তাজ উদ্দীন, যুগ্ম আহবায়ক, “ধরা” কক্সবাজার সদর, শাহ আলম, সদস্য, “ধরা” কক্সবাজার সদর, আব্দুল করিম, সদস্য, “ধরা” কক্সবাজার সদর, রমজান আলী সিকদার, সদস্য, ধরা, কক্সবাজার জেলা।