ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মহেশখালী কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আমিনুল হক, মহেশখালী :

মহেশখালী কলেজে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। কলেজের উদ্যোগে বৃহস্পতিবার সকালে মহেশখালী বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহেদ মন্নানের সভাপতিত্বে অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক আহমদ কবির, পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি ওয়াকার উদ্দিন, সহকারী অধ্যাপক ছরওয়ার কামাল, ফরিদুল আলম, আবু ছরওয়ার রানা।

এছাড়াও শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন,আজহার উদ্দিন শাকিল, এহছানুল করিম, উজ্জ্বল সরকার, নুরুল ইসলাম, শাহনেওয়াজ কামাল, খাইরুল হাছান, শাহেদ খান, আমিনুল হক ও তন্বি পাল। শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছে নুসরাতুল বিনতে হক নিমু, ২য় স্থান অর্জন করেছে উর্মি ও ৩য় স্থান অর্জন করেছে বিশাল।