ই-পেপার | শনিবার , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রামুতে প্রাথমিক স্কুলপর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হলেন আজিজ মাওলা

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি:

কক্সবাজারের রামু উপজেলায় প্রাথমিক স্কুল পর্যায়ে পরিচালনা কমিটিতে উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হলেন গর্জনিয়া ইউনিয়নের বদিউল আলম স্মৃতি বিদ্যাপিঠের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আজিজ মাওলা। তিনি ওই স্কুলের জমিদাতা মরহুম আব্দুল হাদি মুন্সির নাতী এবং মরহুম বদিউল আলমের সন্তান।

 

আজিজ মাওলা দাদার প্রতিষ্ঠিত রামুর গর্জনিয়া ইউনিয়নের জুমছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কাজ, খেলাধুলা, জাতীয় দিবসসহ আন্তরিকতার সাথে দেখাশোনা করায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে রামু উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হন।

 

রামু শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক – ২০২৩ এ রামু উপজেলায় শ্রেষ্ঠ এসএমসি সভাপতি নির্বাচিত হয়েছেন জুমছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তামান সভাপতি আজিজ মাওলা।

এদিকে আজিজ মাওলা শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ায় উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।

 

গত ১১ সেপ্টেম্বর এই শিক্ষানুরাগী ব্যক্তিত্বকে সম্মানীত করায় রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মোস্তফা স্বর্ণা ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু শামীমসহ নির্বাচকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪