চট্টগ্রাম ব্যুরো অফিস:
বীর মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কমিশনার ও চট্টগ্রাম সিটি কলেজের সাবেক ভিপি ( নৈশ) আলহাজ্ব ওয়ালী উল্লাহ বেনু (৭২) বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ইন্তেকাল করেছেন, ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)। বাদ আছর সিটি কলেজ মাঠে তাঁর জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার সম্পন্ন হয়। পরে তাঁকে চৈতন্য গল্লি বাইশ মহল্লা কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যা, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ভোরে তিনি তাঁর বায়েজিদস্হ বাসায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তাঁর জানাজায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, প্রবীণ রাজনীতিবিদ জাহাঙ্গীর আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ মহানগর কমান্ডার মোজাফফর আহমদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহ্বায়ক রিয়াজ হায়দার চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর আতাউল্লা চৌধুরী, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক সংগঠক দেওয়ান মাকসুদ আহমেদ উপস্থিত ছিলেন। এসময় তাঁর পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের ভাই সেলিম উল্লাহ বাচ্চু ও পুত্র আলী উল্লাহ হিরু।
উল্লেখ্য , ষাটের দশকের অন্যতম এই ছাত্রনেতা, বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম শহরের নানা সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত ছিলেন।
সাবেক ছাত্রনেতা ও যুবনেতা শহীদ মৌলভী সৈয়দ, সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরী প্রমুখ মুক্তিযুদ্ধকালীন ছাত্রনেতার সমকালীন এই নেতা চট্টগ্রাম মিউনিসিপ্যালটির কমিশনার হিসেবেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
এদিকে, এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক অব্যাহত রয়েছে।চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহ্বায়ক ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সদস্য সচিব শেখ মুজিব আহমদ এক বিবৃতিতে গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।