ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চেয়ারম্যানসহ ৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত

সিএনএন বাংলা২৪:

আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীনসহ পাঁচ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা (এও) মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

 

বুধবার (১২ জুলাই) বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এ আদেশ প্রদান করেন।

কারাগারে পাঠানো অভিযুক্ত আসামিরা হলেন চেয়ারম্যান জয়নাল আবেদীন, মো. জামাল উদ্দিন, মো. কামাল উদ্দিন পিতা নুরুল কবির মো. নুরুল কবির পিতা মোজহার আহমেদ, মো. মহিউদ্দিন পিতা আক্কাস পাঁচ সদস্যকে ওমর ফারুকের জমি বেদখলের চেষ্টা ও শারীরিক নির্যাতনের ফৌজদারি মামলায় অভিযুক্ত আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করেন।

অভিযুক্ত আসামিরা আলীকদম উপজেলার ২নং ইউনিয়নের নুরুল কবির মেম্বার পাড়া এলাকার বাসিন্দা। এদের মধ্যে জয়নাল উদ্দিন আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

জেলা ও দায়রা জজ কোর্টের সূত্রে জানা যায়, গত ১ মে তারিখে সকাল ৯ টায় অভিযুক্ত আসামিরা একই ইউনিয়নে পাশ্ববর্তী গ্রামের ওমর ফারুক(২৩) এর ৫ একর জমি দখলের চেষ্টা চালায়। এসময় ওমর ফারুক বাধা দিলে আসামিরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে শারীরিক নির্যাতন করেন। নির্যাতনের আঘাতে বাদী ওমর ফারুকের দাঁত ভেঙে যায়। পরে আসামিরা আহত ওমর ফারুকের ঘরে আসবাবপত্র ভাংচুর করাসহ ঘরে থাকা ওমর ফারুকের স্ত্রীকে শ্লীলতাহানি করেন বলে এজাহারে উল্লেখ করেন।

এ ঘটনায় গত ৮ মে ১৯ জনকে আসামি করে ওমর ফারুক বাদী হয়ে বান্দরবান জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর হাইকোর্ট গত ৩১ মে জয়নাল উদ্দিনসহ পাঁচ আসামিকে বান্দরবান জেলা ও দায়রা জর্জ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। আসামিরা ৫ জুলাই বান্দরবান জেলা ও দায়রা জর্জ আদালতে আত্মসমর্পন করলে আদালত ১২ জুলাই শুনানির জন্য দিন ধার্য করেন।

বুধবার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উভয় পক্ষের আইনজীবীর যুক্তি তর্ক শুনানি শেষে জেলা ও দায়রা জর্জ আদালতে মো. ফজলে এলাহী ভূইয়া আসামিদের জামিন নামঞ্জুর করে ২নং চৈক্ষ্যং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জয়নাল আবেদীনসহ পাঁচজন আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।