ই-পেপার | রবিবার , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঘুমধুমে জব্দ করা ১৮ বার্মিজ মহিষ নিলামে বিক্রি

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত দিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে আসা জব্দ করা ১৮টি মহিষ নিলামে বিক্রি করা হয়েছে।

 

সোমবার (২১ আগস্ট) বিকালে ৩৪ বিজিবি’র অধিনস্থ নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু বিওপি’র টহল দল অভিযান চালিয়ে সীমান্তের কাঁঠালবনিয়া এলাকা হতে এসব বার্মিজ মহিষ জব্দ করতে সক্ষম হন।

 

মঙ্গলবার (২২ আগষ্ট) বিকালে তুমব্রু বিওপিতে কাস্টম এর মাধ্যমে প্রকাশে নিলাম দেওয়া হয়। এতে ৩৫ জন ডাককারী নিলামে অংশ গ্রহণ করেন। এদের মধ্যে রেজাউল করিম ২১ লাখ ৫০ হাজার টাকায় সর্বোচ্চ ডাককারী হিসেবে এ-সব মহিষ প্রকাশ্যে নিলামে ক্রয় করেন।

 

৩৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, সীমান্তে চোরাচালান রোধে বিজিবি কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে, তারই ধারাবাহিকতায় মিয়ানমার থেকে অনুপ্রবেশ করার সময় মহিষ গুলো জব্দ করা হয়।

 

তিনি এবিষয়ে সাংবাদিকদের জানান বিজিবি জোয়ানরা সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান বিরোধী তৎপরতা অব্যাহত রেখেছেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪