ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ফেনীর ফুলগাজীতে ভারতীয় মদসহ কমুয়ার বাহার গ্রেপ্তার

মোঃ আঃ রহিম জয় চৌধুরী,ফেনী

ফেনী জেলার ফুলগাজীতে ৩০ বোতল বিদেশি মদসহ (হুইস্কি) একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. বাহার মিয়া (৪৮)। সে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের কমুয়া গ্রামের মৃত মুন্সি মিয়ার ছেলে।

রোববার (২০ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে তাঁকে কমুয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁর দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাঁর শোভার কক্ষে অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় তৈরি হুইস্কির বোতল উদ্ধার করে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম বিদেশি মদসহ একজনকে গ্রেপ্তারের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

ফুলগাজী থানা সূত্রে জানা গিয়েছে, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আইনে ফুলগাজী থানায় মামলা করা হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪