ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্য

শিব্বির আহমদ রানা, বাঁশখালী

চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে আশফিয়া জান্নাত নামে ৩ বছর বয়সি এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।বুধবার (১৬ আগস্ট) সকাল নয়টার সময় চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল মুন্সিখীল পূর্বপাড়া এলাকায় তার নানার বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায় ওই শিশু।

 

মরা যাওয়া শিশু আশফিয়া একই ইউনিয়নের পূর্ব চাম্বল ৬ নম্বর ওয়ার্ডের সোনারখীল এলাকার মোহাম্মদ আলমের মেয়ে। শিশুটি কয়েকদিন আগে মায়ের সাথে তার নানার বাড়িতে বেড়াতে আসে।

 

শিশুটির বড় মামা মোহাম্মদ আব্দুল আজিজ বলেন, সকাল নয়টায় সবার অগোচরে আমাদের বাড়ির পাশের পুকুরে ডুবে যায় আশফিয়া। খোঁজাখুঁজি করে সকাল নয়টা দশ মিনিটে তাকে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। এসময় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪