ই-পেপার | রবিবার , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে রোহিঙ্গাদের নানা অপকর্মের ঘটনায় আইন-শৃঙ্খলা সভায় উদ্বেগ প্রকাশ

জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গারা নাইক্ষ্যংছড়ির গ্রামে-গঞ্জে এসে নানা অপকর্ম চলানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আইন-শৃংখলা কমিটির সভার সদস্যরা।

 

সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) শামশুদ্দিন মো: রেজা। প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা ভাইস-চেয়ারম্যান মংহ্লা ওয়াই মার্মা।

 

এতে বক্তারা বলেন,পাহাড়ি ঢলে নাইক্ষ্যংছড়িতে অনেক ক্ষয়-ক্ষতি হয়েছে। ২ জন লোক ঢলের পানিতে ভেসে গেছে। ১ জনকে পাওয়া গেলেও আজ ৭ দিন পার হলেও অন্যজনকে উদ্ধার করা সম্ভব হয়নি ।

 

তবে তাকে উদ্ধারের চেষ্ঠা চালাচ্ছেন সংশ্লিষ্টরা। বক্তাদের বেশ কয়েকজন বলেন,রোহিঙ্গারা এখন নাইক্ষ্যংড়ির জন্যে বিষ ফোঁড়া।

তারা পার্শ্ববর্তী উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলার গ্রামে ঢুকে নানা অপকর্ম চলাচ্ছে। যে সবের মধ্যে চুরি, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও নারী ঘটিত নানা ঘটনা অন্যতম । যাতে করে নাইক্ষ্যংছড়ির মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। বক্তারা এ বিষয়ে তাদের উদ্বেগের কথা তুলে ধরেন এ সভায়।

 

সভায় উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ টান্টু সাহা, কৃষি অফিসার এনামুল হক, একাডেমিক সুপারভাইজার সোহেল রানান, প্রধান শিক্ষক মো : রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী নজুরুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, দোছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ ইমরান,নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ বাইশারী ইউপি চেয়ারম্যান মো:আলম কোম্পানি, উপজেলা যুব উন্নয়ন কর্মর্তার প্রতিনিধি সাহাবুদ্দিন, প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, সদস্য সানজিদা আক্তার রুনা ,ইউপি সদস্য জায়তুন নাহার প্রমূখ।

 

এছাড়া জনপ্রতিনিধি,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার লোকজনও এসময় উপস্থিত ছিলেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: