ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ত্রাণ বিতরণে দৃষ্টান্ত স্থাপন করলেন চকরিয়ার ইউপি চেয়ারম্যান ছালেকুজ্জান

স্টাফ রিপোর্টার চকরিয়া

নিচু বাড়িতে নৌকায় শুয়ে যিনি ত্রান দিচ্ছেন তিনি হচ্ছেন চকরিয়া উপজেলার বরতলী ইউনিয়নের জন,প্রিয় চেয়ারম্যান জাবাব ছালেকুজ্জামান সাহেব।

বন্যার শুরু থেকে ত্রাণের বস্তা নীজ কাঁধে বয়ে নিয়ে ত্রাণ দেয়া সহ নিরলস পরিশ্রমের মাধ্যমে বন্যার্থদের কাছে সহযোগিতা নিয়ে উনার ছুটে যাওয়ার তৎপরতা দেখে বিশেষ করে একটি ঝুঁকি পূর্ণ জায়গায় একজন চেয়ারম্যান নৌকার উপর এভাবে লম্বা হয়ে শুয়ে ত্রাণ দেওয়ার এই দৃশ্য দেখে সত্যিই জনগণ বিস্মিত, আপ্লুত। মনে পড়ে যায় খলিফা ওমরের শাসন ব্যবস্থার কথা, উনার জন্য প্রাণভরে দোয়া করেন সর্বসাধারণ, আল্লাহ যাতে উনাকে রহম করে, সাহায্য করে ও হেফাজত করে। এমন দৃষ্টান্ত আজ কাল দেখা যায় না।

অন্যরা যেখানে গাড়ী ছাড়া ত্রাণ দিতে পারেন না এবং ত্রাণের চেয়ে ফটো সেশনে ব্যস্ত সেখানে চেয়ারম্যান ছালেকুজ্জামানের এমন কর্ম ইতিহাস হয়ে থাকবে বলে মনে করেন স্থানীয়রা।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪