ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ব্যারিস্টার কলেজ এলাকায় গার্মেন্টস কারখানা অগ্নিকাণ্ড

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকায় অবস্থিত সামরোজ নামে একটি সুয়েটার কারখানায় আগুন লেগেছে।

বৃহস্পতিবার (১০ আগষ্ট) বিকেল পৌনে ৫টার দিকে বৈদুত্যিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, সিইপিজেডের বাইরে ব্যারিষ্টার সুলতান আহমদ কলেজ এলাকায় মেইনরোড পশ্চিম পার্শ্বে অবস্থিত একটি গার্মেন্টস কারখানার ৫ তলায় আগুন লেগেছে।

খবর পেয়ে আমাদের ইপিজেড স্টেশন থেকে ৪টি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে শুনেছি। শেষ খবর পাওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরাপণ করা যায়নি।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪