ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পুলিশ পরিদর্শক হিসাবে পদোন্নতি পেলেন গর্জনিয়া ফাঁড়ির এসআই মোজাম্মেল হক,

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে সততার সাথে দায়িত্ব পালনকারী চৌকস পুলিশ অফিসার এসআই মোজাম্মেল হক ‘পুলিশ পরিদর্শক’ পদে পদোন্নতি পেয়েছেন।

 

এ উপলক্ষে বুধবার (৯ আগস্ট) দুপুরে কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাৃকে বেজ ( র‍্যাঙ্ক) পড়িয়ে দেয়া হয়। পদোন্নতি পাওয়া এ পুলিশ কর্মকর্তাকে পুলিশ পরিদর্শক পদের পদোন্নতি বেজ (র‍্যাঙ্ক) পরিয়ে দেন কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম।

 

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন প্রমুখ।

 

এসআই মোজাম্মেল হক দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি পাওয়ায় তাঁকে কক্সবাজারের রামুর গর্জনিয়া ফাঁড়ি থেকে ময়মনসিংহ জেলায় বদলি করা হয়। সেখান থেকে থানা বা কোন ফাঁড়িতে যোগদান করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪