ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজারে বাঁকখালী নদীর মোহনায় উল্টে গেলো যাত্রীভর্তি স্পিডবোট

আবুল কাশেম, মহেশখালী

কক্সবাজার শহর থেকে মহেশখালী যাওয়ার পথে ৮ আরোহী নিয়ে উল্টে গেলো স্পিডবোট। এই ঘটনায় যাত্রীরা প্রাণে বেঁচে ফিরেছে।রোববার (৬ আগস্ট) কক্সবাজার-মহেশখালী নৌপথের বাঁকখালী নদীর মোহনায় এই দুর্ঘটনা ঘটেছে।

 

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সন্ধ্যা ছয়টার দিকে ৮ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট কক্সবাজার জেলা শহর থেকে মহেশখালী আসার পথে বাঁকখালী নদীর মোহনায় উল্টে যায়। এতে যাত্রীরা পানিতে পড়ে গেলে অপর একটি নৌকা তাদের উদ্ধার করে। খবর পেয়ে শহরের ৬নং জেটিঘাট থেকে দুটি স্পিডবোট গিয়ে যাত্রীদের কক্সবাজার শহরে নিয়ে যায়।

 

জানা গেছে, কক্সবাজার-মহেশখালী নৌপথে লাইফজ্যাকেট ব্যবহার বাধ্যতামূলক করা হলেও তা মানছে না বোট চালকরা। আর ওই বিষয়ে তদারকিও করছে না কেউ।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪