ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চকরিয়ায় ফাতেমা ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড ট্যুরস এজেন্সির উদ্বোধন

মোস্তাফা কামালউদ্দিন, চকরিয়া:

চকরিয়া পৌরশহরে ফাতেমা ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড ট্যুরস নামে একটি ট্রাভেল এজেন্সির উদ্বোধন হয়েছে। এটি পরিচালনা করছেন প্রবাসী তরুণ উদ্যোক্তা নুরুল আলম বাবু।

শুক্রবার বিকেলে পৌরশহরের জনতা শপিং সেন্টারের তৃতীয় তলায় উৎসাহ উদ্দীপনায় ফিতা কেটে এটির শুভ উদ্বোধন করা হয়।

প্রতিষ্ঠানটিতে সকল দেশের বিমানের টিকেট বুকিং ও তারিখ পরিবর্তন, দুবাই, মালয়েশিয়া, কাতার এবং ভারতের ট্যুরিস্ট ও মেডিকেল ভিসা প্রসেসিং, ম্যান পাওয়ার, জন্ম নিবন্ধন, এনআইডি কার্ড সংশোধন করা হবে। এছাড়া সৌদি আরবের ভিসা প্রসেসিং, হজ্জ ও ওমরাহ বুকিংয়ের সুবিধা, ট্যুর প্যাকেজ, পাসপোর্ট ও নবায়নে সহায়তা করা হচ্ছে। হোটেল বুকিং, অভ্যন্তরীণ টিকেট করা হয় বলেও জানান উদ্যোক্ত বাবু।

 

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (চকরিয়া সদর মার্কেল) রকীব উর রাজা, পার্বত্য বান্দরবানের লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিম শেখ, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হায়দার আলি, পৌরসভা ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রেজাউল করিম, চকরিয়া থানার অপারেশন অফিসার রাজীব সরকার, সাব-ইন্সপেক্টর জামালসহ নানা পেশার লোকজন উপস্থিত ছিলেন। এব আগে সকালে ফাতেমা ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪