ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নেত্রকোণায় আ.লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোণা

নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে সংসদ সদস্য পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে।

 

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সোমবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে তাঁকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।

 

এর আগে গত ১১ জুলাই ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন। তার মৃত্যুর পরদিনই আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ২ সেপ্টেম্বর ভোটগ্রহণের কথা থাকলেও প্রত্যাহারের শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছাড়া অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়।

 

সাজ্জাদুল হাসান নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর (দক্ষিণ) এলাকার প্রয়াত ডা. আখলাকুল হোসাইন আহমেদের ছেলে। আখলাকুল আহমেদ ছিলেন গণপরিষদের সদস্য এবং মুক্তিযুদ্ধের অন্যতম একজন সংগঠক।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪