ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঁশখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২

শিব্বির আহমদ রানা, বাঁশখালী:

চট্টগ্রামের বাঁশখালীতে গোপন সংবাদে খবর পেয়ে অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি একটি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ মো. আবুল কাশেম (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা।

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত আনুমানিক ৯টার সময় উপজেলার কাথরিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডস্থ হালিয়া পাড়া সংলগ্ন বেড়ীবাঁধের মনছুরের চা দোকানের অদূরে ঝাউবাগান এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

বাঁশখালী থানার ওসি মো. কামালউদ্দিন পিপিএম’র নির্দেশনায় অভিযানের নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) মং থোয়াই হ্লা চাকমা।

গ্রেপ্তারকৃত আসামী মো. আবুল কাশেম উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড এলাকার গুনের বাপের বাড়ির নুরুল আলমের পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে কাথরিয়া ইউনিয়নের পশ্চিমে সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবাগানে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও কার্তুজসহ আসামীকে গ্রেপ্তার করা হয়।

বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম জানান, অস্ত্রসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বাঁশখালী থানা মামলা রুজুপূর্বক তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: