ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মহাখালীতে জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মী আটক

সিএনএন বাংলা২৪,ঢাকা:

ঢাকা: বনানীর ওয়ারলেস গেটের নবাবী রেস্টুরেন্টে গোপন বৈঠক করার সময় জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে সেখানে অভিযান পরিচালনা করে তাদের আটক করে বনানী থানা পুলিশ।

আটক ব্যক্তিদের মধ্যে বনানী থানার জামায়াতের আমির তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা রাফি রয়েছেন। বাকি আটজনের নাম পরিচয় জানা যায়নি।

এদিন রাত সাড়ে ১০টার দিকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান সিএনএন বাংলা২কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টায় বনানী ওয়ারলেস গেটের নবাবী রেস্টুরেন্টে গোপন মিটিং করার সময় তাদের আটক করা হয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: