ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মৈত্রী এক্সপ্রেস থেকে মদ-কসমেটিকস জব্দ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ও ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ২০৪ লিটার মদ, শাড়ি ও কসমেটিকস পণ্য জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বুধবার (২৬ জুলাই) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে কলকাতা থেকে আসা মৈত্রী এক্সপ্রেসে অভিযান চালিয়ে মদ-কসমেটিকসসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৮৪ হাজার টাকা। পণ্যগুলো পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য চারটি ডিএম মূলে কাস্টম হাউসে জমা করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, শুল্ক ফাঁকি এবং চোরাচালানের প্রচেষ্টার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এ অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে মৈত্রী এক্সপ্রেসের ভারতীয় র‍্যাকের ২টি স্টাফ রুমের আসনের নিচে এবং ফলস সিলিংয়ের ওপরে অভিনব পদ্ধতিতে লুকানো কয়েকটি ব্যাগ তল্লাশি করে ১৬২ লিটার বিদেশি মদ মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। এছাড়া ট্রেনের মধ্যে পরিত্যক্ত ৩৪ পিস শাড়ি, ১৫ পিস ওয়ান পিস ও ১৬ কেজি কসমেটিকস্ উদ্ধার করা হয়।

পরে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের রিলে রুম নামক একটি তালাবদ্ধ সংরক্ষিত রুম থেকে ২৭ লিটার এবং ভারতীয় পাসপোর্টধারী ফ্রিকোয়েন্ট যাত্রীর কাছ থেকে ১৫ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

এইচ এম কাদের.সিএনএন বাংলা২৪

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট