ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের উদ্যোগে গাজীপুরে সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, ঢাকা:

গত শুক্রবার (২১ জুলাই) বিকালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলী গাজীপুর মহানগর কমিটির উদ্যোগে সভাপতি শেখ মোঃ আকাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় গাজীপুর কোনাবাড়ী কুদ্দুসনগর হাইস্কুল মাঠ প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আজমত উল্লাহ খান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল রহমান ছোটন।

সভায় বিএনপি’র সীমাহীন নৈরাজ্য, সন্ত্রাস, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও অব্যাহত মিথ্যাচারের বিরুদ্ধে এ সভায় হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে প্রতিবাদ জানান।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের এ ধরনের উদ্যোগকে সকলে সাধুবাদ জানান। ৭১ এর চেতনায় নতুন প্রজন্মের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়।

 

 

এইচ এম কাদের, সিএনএন বাংলা২৪