ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কর্ণফুলীতে দিনব‍্যাপি শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ওসমান হোসাইন, কর্ণফুলী

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় শিক্ষাব্যবস্থা আধুনিক নতুন কারিকুলাম ২০২১ বাস্তবায়নে কর্ণফুলী প্রাইভেট স্কুল এসোসিয়েশনের উদ্যোগে দিনব‍্যাপি শিক্ষা কারিকুলাম শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২২জুলাই) সকাল ১০ টায় চরলক্ষ‍্যা স্টুডেন্টস কেয়ার মডেল স্কুল মিলায়তনে প্রশিক্ষণ কর্মশালার সচিব গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালার আহবায়ক মুহাম্মদ মোরশেদ নুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড.বাবুল চন্দ্র নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শফিক সাদেকী, কর্ণফুলী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আজিম উদ্দিন, স্টুডেন্টস কেয়ার মডেল স্কুলের সভাপতি জালাল উদ্দিন রোকন।
মাষ্টার ট্রেইনার (শিক্ষাক্রম-২০২২) প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন মরিয়ম আশ্রম উচ্চ বিদ‍্যালয়ের শিক্ষক দেবশীষ দত্ত।

 

এসময় উপজেলা মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন- স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষে স্মার্ট শিক্ষাব্যবস্থা কারিকুলাম পরির্বতন হওয়ার কারণে এই প্রশিক্ষণ হচ্ছে। নতুন শিক্ষা পদ্ধতিতে ‘হাতে-কলমে’ শিক্ষার ওপর জোর দেয়া হয়েছে। নতুন এই শিক্ষা পদ্ধতিতে ক্লাসের মধ্যে ছাত্র-ছাত্রীদের সমাধান, শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে হবে না, কোচিংয়ে যেতে হবে না।

 

শিক্ষা কারিকুলামে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় কর্ণফুলী উপজেলা প্রাইভেট ১৫টি স্কুলের ৬০জন শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪