ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে ঔষধ প্রশাসনের ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

সালেহ আহমদ (স’লিপক):

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে মৌলভীবাজারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসটি পালন করেছে ঔষধ প্রশাসন।

 

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল পৌনে দশটায় দিবসটি পালন উপলক্ষে ঔষধ প্রশাসন মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রশীদের নেতৃত্বে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

এসময় ঔষধ প্রশাসন মৌলভীবাজার তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপার) মোঃ মেহেদী হাসান, অফিস সহকারী মোঃ আহসান হাবীব সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।