ই-পেপার | রবিবার , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম বিএনপির শোকর‌্যালিতে বাধা, প্রতিবাদ সভা

শেখ আলাউদ্দিন, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে চট্টগ্রাম মহানগরী বিএনপি লক্ষ্মীপুরে সজিব হত্যার শোকর‌্যালির আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল তিনটায় আয়োজিত ওই কর্মসূচিতে বাধা দেয় পুলিশ।

পরে তাৎক্ষণিক দলীয় কার্যালয়ের সম্মুখে বিএনপি চট্টগ্রাম মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম.এ আজিজের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, এএম নাজিম উদ্দীন, কাজী বেলাল, ইয়াছিন চৌধুরী লিটন, এমএ মান্নান, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ, আজিজ উদ্দীন মিন্টু প্রমুখ।

 

সভায় বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এএম নাজিম উদ্দীন বলেন- ‘শেখ হাসিনার সরকার আগামী নির্বাচন যেনতেনভাবে করার পাঁয়তারা করছে। এই অশুভ কার্যকলাপ জনগণ একদফার আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে ইতিমধ্যেই রাজপথে নেমে এসেছে, যা আগামী দিনে গণঅভ্যুত্থানে পরিণত হবে’।

 

তিনি বলেন- ‘লক্ষ্মীপুরের শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশ ও আওয়ামী নেতাকর্মীরা হামলা করে সজীবকে গুলি করে হত্যা করেছে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন- ‘রাজপথে থেকে ভয়ভীতি উপেক্ষা করে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন বেগবান করতে হবে’।

 

সভার সভাপতি এমএ আজিজ বলেন- ‘বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশ ও আওয়ামী লীগের ভূমিকা জনগণের কাছে প্রশ্নবিদ্ধ। শান্তিপূর্ণ সমাবেশ শেষে বিনা উস্কানিতে যখন কর্মীরা বাড়ি ফিরে যায়, তখনই চিহ্নিত সন্ত্রাসীরা চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয় ভাংচুর, অগ্নিসংযোগ এবং ফেস্টুন ও ব্যানার ছিঁড়ে ফেলে, যা আওয়ামী রাজনীতির দেউলিয়াত্ব প্রমাণ করে’।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪