ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শেয়ারবাজারে বিনিয়োগ না করার আহবান !

সিএনএন বাংলা ডেস্ক :

সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে শেয়ারবাজারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপ বা ফেইসবুক পেইজ দ্বারা এক শ্রেণীর অসত ব্যক্তিবর্গ বিভিন্ন গুজব ছড়াচ্ছে৷ এই সকল গ্রুপের বিভিন্ন তথ্যের মাধ্যমে প্রভাবিত হয়ে শেয়ারবাজারে বিনিয়োগ না করার আহ্বান জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

 

 

এছাড়াও বিভিন্ন ইস্যুতে এসব গ্রুপ বা পেইজ ভিওিহীন তথ্য ছড়িয়ে শেয়ারবাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে৷ এমনকি তারা ঢাকা স্টক এক্সচেঞ্জের নাম ব্যবহার করেও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে যাচ্ছে৷ এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীগণ৷

এক্ষেএে ডিএসই’র নাম ব্যবহার করে যে সব ফেক বা ভূয়া অ্যাকাউন্ট বা ফেইসবুক আইডি ব্যবহার করা হচ্ছে-সেগুলো হলো ডিএসই শেয়ার আলো, ডিএসই গেমলিং আইটেম, শেয়ার বাজার, শেয়ার মার্কেট সুপার স্টার, ডিএসই ইনভেষ্টর ক্লাব, সুরাইয়া সুমি নামসহ আরো অনেক গ্রুপ রয়েছে৷

এই সমস্ত ফেক আইডি বিভিন্ন সময় বিভিন্নভাবে অনেক কোম্পানি সম্পর্কে অতিরজ্ঞিত তথ্য প্রকাশ করে ঐসব প্রতিষ্ঠানের শেয়ার কিনতে উৎসাহিত করছে৷ প্রকৃত পক্ষে ডিএসইতে এই ধরণের কোন গ্রুপ নেই৷

ডিএসই শেয়ারবাজার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিনিয়োগকারীদের অবগতির জন্য জানাচ্ছে যে, ডিএসই’র একমাএ তথ্যভান্ডার হলো ডিএসই’র ওয়েব সাইট (dsebd.org)৷ কেউ যদি নাম সর্বস্য গ্রপের দ্বারা প্রভাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়, তবে ডিএসই কর্তৃপক্ষ কোনভাবেই দায়ী থাকবে না৷ তবে এই অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড৷

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪