ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তত্ত্বাবধায়কের কাছে ক্ষমতা হস্তান্তর করেই নভেম্বরে নির্বাচন

সিএনএন বাংলা ডেস্ক:

আগামী মাসে মেয়াদ শেষ হওয়ার আগেই তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

রবিবার (১৬ জুলাই) এক ব্রিফিংয়ে তিনি বলেছেন, “আগামী মাসে আমার সরকারের মেয়াদ শেষ হবে, (তবে) আমাদের মেয়াদ শেষ হওয়ার আগেই আমরা চলে যাব এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার আসবে।”

 

পাকিস্তানের বর্তমান সংসদের মেয়াদ (৫ বছর) শেষ হবে আগামী ১২ আগস্ট মধ্যরাতে।

পাকিস্তানের পরবর্তী জাতীয় নির্বাচন আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিয়ম অনুযায়ী, জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্যে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়া কথা।

 

এর আগে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছিলেন, নির্বাচনে জনগণের ম্যান্ডেট মেনে নেবে পিএমএল-এন।

নির্বাচনী ময়দানে নওয়াজ শরিফের ফিরে আসার ইঙ্গিত দিয়ে তিনি বলেছিলেন, ভোট দিয়ে তাকে ক্ষমতায় ফিরিয়ে আনা হলে তিনি পাকিস্তানের উন্নয়নে কাজ করবেন।

 

‘নওয়াজ শরিফ পাকিস্তানকে একটি প্রগতিশীল রাষ্ট্রে পরিণত করবেন যদি জনগণ তাকে দেশকে নেতৃত্ব দেওয়ার আরেকটি সুযোগ দেয়,” বলেন তিনি।

 

উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিলে পূর্ববর্তী ইমরান খান সরকারকে দুর্নীতির অভিযোগে সংসদীয় অনাস্থা ভোটের মাধ্যমে উৎখাত করে পাকিস্তানের বর্তমান শরিফ সরকার। এরপরে প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটিতে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪