সিএনএন বাংলা ডেস্ক:
ভোলার দৌলতখান উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের দিদারউল্লাহ গ্রামের বাসিন্দা মোখলেছুর রহমান। জমি নিয়ে তার সঙ্গে প্রতিবেশীর বিরোধ রয়েছে। এরই জেরে হত্যার উদ্দেশ্যে হামলা ও ছিনতাই মামলা করেছেন ওই প্রতিবেশী। ওই মামলায় প্রধান আসামি করা হয়েছে মোখলেছুর রহমানের ছোট ছেলে সাড়ে ছয় বছরের শাকিলকে।
মামলার পর থেকে বাবার কোলে চড়ে আদালতের বারান্দায় ঘুরতে হচ্ছে ওই শিশুকে। হয়রানিমূলক এ মামলা থেকে শিশু শাকিলকে অব্যাহতি দিতে আদালতের প্রতি আবেদন জানিয়েছে তার পরিবার।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, শিশু শাকিলের বাবা মোখলেছুর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের প্রতিবেশী আব্দুল মান্নানের ২ একর ১০ শতাংশ জমিজমা নিয়ে দ্বন্দ চলছিল। এ ঘটনার পরিপ্রেক্ষিতে চলতি বছরের এপ্রিলে ভোলার দৌলতখান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন প্রতিপক্ষ আব্দুল মান্নান। ওই মামলায় প্রধান আসামি মোখলেছুর রহমানের ছোট ছেলে শিশু শাকিলক স্থানীয় একটি মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র।
মামলায় শিশু শাকিলের বয়স ২০ বছর উল্লেখ করে বলা হয়, শাকিল লোহার রড দিয়ে প্রতিপক্ষকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করেন। তার নেতৃত্বে প্রতিপক্ষদের নারীদের স্বর্ণালঙ্কার ছিনতাই এবং এক নারীর শ্লীলতাহানি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। মামলায় গ্রেুপ্তার এড়াতে শিশুটির বাবা হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন নিয়েছেন।
শিশু শাকিলের বাবা মোখলেছুর রহমান বলেন, ‘আব্দুল মান্নানের সঙ্গে আমার দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। আমাদের হয়রানি করতে তিনি আমার সাড়ে ছয় বছরের শিশু শাকিলকে প্রধান আসামি করে মামলা দিয়েছেন। ওই মামলায় হাইকোর্ট শিশু শাকিলকে চার সপ্তাহের জামিন দেন। সে জামিনের মেয়াদ শেষে ভোলা আদালত জামিন দিয়েছেন। মামলা থেকে আমার নিষ্পাপ ছেলের মুক্তি চাই।’
শিশুটির মা রুনু আক্তার বলেন, ‘এখন শাকিলের স্কুলে যাওয়ার, পড়াশোনা ও খেলাধুলা করার বয়স। অথচ প্রতিপক্ষের মামলায় ছেলেকে নিয়ে আদালতের বারান্দায় ঘুরতে হচ্ছে। আমরা এ মামলার দ্রুত নিষ্পত্তি চাই।’
মোখলেছুর রহমানের প্রতিবেশী হাসান আহমেদ বলেন, আব্দুল মান্নান অনেকের সঙ্গেই ঝগড়া-ঝামেলা করেন। তার সঙ্গে কেউ পেরে উঠতে পারছেন না। তার কারণে আমরাও অতিষ্ঠ।