ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ডিএফডির সেবার মান সুসংহতকরণে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

প্রতিরক্ষা অর্থ বিভাগের (ডিএফডি) সেবার মান আরও সুসংহতকরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএজি মো. নূরুল ইসলাম।

এসময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা এবং নিষ্ঠার সঙ্গে সেবাগ্রহীতাদের সেবা প্রদানের মাধ্যমে সেবার মান আরও বৃদ্ধি ও প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে ডিএফডিসহ নিরীক্ষা ও হিসাব বিভাগকে একটি আধুনিক, স্মার্ট ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (অ্যাকাউন্টস অ্যান্ড রিপোর্ট) এস এম রেজভী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কন্ট্রোলার জেনারেল, ডিফেন্স ফাইন্যান্স মোহাম্মদ গোলাম ছরওয়ার ভূঁঞাসহ প্রতিরক্ষা অর্থ বিভাগের নবম গ্রেড ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তারা।

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪