ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম-১০ আসনে নৌকার মাঝি মহিউদ্দিন বাচ্চু’র জন্য ভোট চাইলেন-রেজাউল আলম রনি।

মোঃরোকন উদ্দিন জয় চট্টগ্রাম

চট্টগ্রাম ১০ শুন্য সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর পক্ষে নগরীর বিভিন্ন ওয়ার্ডে প্রচার প্রচারণা শুরু হয়েছে।

১৩ জুলাই বৃহস্পতিবার সকালে নগরীর জুবিলী রোডে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এই আসনের পাঁচ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়, এবং বৃহস্পতিবার বিকেলে নগরীর শুলকবহর ওয়ার্ডে সাবেক মেয়র আ জ ম নাসির কে সাথে নিয়ে গণসংযোগের মধ্য দিয়ে শুরু হয় মহিউদ্দিন বাচ্চুর ভোটের প্রচার।

 

সেই ধারাবাহিকতায় উৎসব মুখর হয়ে পড়ে চট্টগ্রাম ১০ আসন, শুরু হয় মহল্লায় ও ওয়ার্ডে মহিউদ্দিন বাচ্চুর ভোটের প্রচার।

আজ ১৪ জুলাই শুক্রবার নগরীর ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ড ফারুক এ আজম জামে মসজিদে জুমার নামাজের পর চট্টগ্রাম ১০ আসনের নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু,র পক্ষে লিফলেট বিতরণ ও ভোট চাইলেন মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ রেজাউল আলম রনি,এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক সহসম্পাদক শেখ মোঃ সোহেল, হালিশহর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম, সাবেক ছাত্র নেতা মোঃ তাহা,মোহাম্মদ মামুন প্রমুখ।

 

এ সময় রেজাউল আলম রনি বলেন আমাদের দলের উপর জনগণের যে আস্থা বিশ্বাস আছে সেটি একেবারে স্বীকৃত বিষয়।
জনগণের হৃদয়ে আমাদের দল অবস্থান করছে,তাই বিজয়ের বিশ্বাস আমাদের আছে।

এইচ এম কাদের, সিএনএন বাংলা ২৪