ই-পেপার | মঙ্গলবার , ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মহেশখালীতে নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা, ১৭ জুলাই নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, মহেশখালী:

মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১২ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে মহেশখালী উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে ৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে ধলঘাটার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৮৯৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৪১৪ ও নারী ভোটার ৪ হাজার ৪৮৫ জন। ইউনিয়নটিতে মোট কেন্দ্র ৯টি এবং ভোটকক্ষ ২৮টি বলে জানায় উপজেলা নির্বাচন।

মহেশখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াছিনের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পালের সঞ্চালনায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শাকিল আহম্মেদ, জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদাত হোসেন, মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এফ.এম শামীম, সহকারী পুলিশ সুপার মহেশখালী-কুতুবদিয়া সার্কেল রাম প্রসাদ ভক্ত, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব কুমার চৌধুরী ও নির্বাচনে ভোট গ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, “ধলঘাটা ইউপি নির্বাচনে কোনো ধরনের ভয়ভীতি ছাড়া ভোটারগণ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। আমরা সেই পরিবেশ তৈরি করে দিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনী খুবই সচেষ্ট রয়েছেন। নির্বাচনে অপ্রীতিকর ঘটনা করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুশিয়ারি দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকবে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তা কঠোরভাবে দমন করা হবে। নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সজাগ থাকবে।

উল্লেখ্য, আগামী ১৭ জুলাই মহেশখালীর মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন ধলঘাটা ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪