ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ডিবি পরিচয়ে অপহরণ-ডাকাতি চক্রের ১২ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পরিচয়ে অপহরণকারী ডাকাত দলের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সুনির্দিষ্ট অভিযোগ ও গোপন তথ্যের ভিত্তিতে ডিএমপির গোয়েন্দা পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস, ডিবি জ্যাকেট, হেন্ড কাপ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আজ মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

 

এইচ এম কাদের, সিএনএন বাংলা২৪